git SATSANG

বাণী

 
 

“ঈশ্বরে তুই নাইবা মানিস
অস্তিত্বকে বুঝিস তো
পালন-পোষণ অস্তিত্বে করা
ধর্ম বলে তাকেই তো।”

“গুরুর কাছে দীক্ষা নিয়ে
ভাবছ মনে সবই হল
তা নয় কিন্তু, তাতো নয়ই
নিষ্ঠা সহ যদি না পাল।”

“চরিত্রহীন শিক্ষক, ছাত্রের জীবন ভক্ষক।”

“জীবন চর্যা সবার সেরা
ঈশ্বরই যার প্রধান পুরুষ
সেই চর্যাই তো ধর্ম চর্যা
বাঁচে-বাড়ে সকল মানুষ।”

“উচ্চে অবজ্ঞা দেখবি যেথায়
হীন বংশ জানিস সেথায়।”

“দেব-দেবতা হাজার ধরিস
আচার্য যার ইষ্ট নয়
স্পষ্টতর বুঝে রাখিস
জীবন চলায় নেহাত ভয়।”

"দুষ্ট যাদের মন,
সন্দেহশীল তারাই জানিস,
থাকে অনুক্ষণ।"

"দোষদৃষ্টি রাখলে পুষে
ভাবনা কিসের আর?
সত্বরই তুই শিকার হবি
ব্যর্থ প্রহেলিকার।"

"ধর্ম যখনই বিপাকী বাহনে
ব্যর্থ অর্থে ধায়
পূরণ পুরুষ তখনই আসেন
পাপী পরিত্রাণ পায়।"

"ধর্মই কিন্তু শিক্ষা কেন্দ্র
ধর্মই আনে উন্নতি
ধর্মাচরণ এনেই থাকে
শিষ্ট সুন্দর পরিণতি।"

"ধর্ম যদি নাইরে ফুটলো
জীবন মাঝে নিত্য কর্মে
বাতিল করে রাখলি তারে
কি হবে তোর তেমন ধর্মে?"

"ধর্মে সবাই বাঁচে বাড়ে
সম্প্রদায়টা ধর্ম নারে
ধর্মে জীবন দীপ্ত রয়-
ধর্ম জানিস একই হয়।"

Copyright © 2014 srisrithakuranukulchandrasatsang.com All Rights Reserved.